বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

মুকসুদপুরে বই উৎসবের আগেই বই বিতরণ

মুকসুদপুরে বই উৎসবের আগেই বই বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ
বই উৎসবের আগেই বই বিতরণ করা হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা টিসিএএল উচ্চবিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মধ্যে। আগামী ২০২০ সালের ১ জানুয়ারী বই উৎসব। এ দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ উদ্বোধন করবেন এবং এর সাথে সাথে সারা দেশে এক যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরনের মধ্য দিয়ে বই উৎসব পালিত হবে। কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে মুকসুদপুর উপজেলার গোহালা টিসিএএল উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, এ শিক্ষা প্রতিষ্ঠানটি বই উৎসবের পুর্বেই গত ২৭ নভেম্বর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করে আলোচনা সমালোনার জন্ম দিয়েছে। আলমগীর হোসেনের মেয়ে তামিমা, রবিউল আলমের মেয়ে পড়শী ও হেমায়েত হোসেনের মেয়ে ইভা সহ প্রায় ৩০জন ছাত্রীর হাতে ৬ষ্ঠ শ্রেণি নতুন বই (২০২০সাল) তুলে দেবার পর আলোচনা শুরু হলে বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
প্রধান শিক গিয়াসউদ্দিন গাজী বলেন, বিতরণকৃত বই ছাত্র-ছাত্রীদের থেকে ফেরত আনা হয়েছে। এব্যাপারে মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন মোল্যা বলেন, বই বিতরনের বিষয়টি আমি শুনেছি এবং ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com