বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

মুকসুদপুরে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত

মুকসুদপুরে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ
নির্মাণশিল্পে নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান শীর্ষক এক কর্মশালার আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্ট। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ফারুক খান অডিটোরিয়ামে ২১ ডিসেম্বর সকাল এগারোটায় ৬০ জন রাজমিন্ত্রিদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় স্থানীয় রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা ও তাদের নির্ভরতার কথা উল্লেখ করেন। এ অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন মুকসুদপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী সজল দত্ত। বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়র সালাহ উদ্দিন আহম্মেদ এবং ইঞ্জিনিয়র আবুল হাসান। সেমার্স আবুল খায়ের এন্টার প্রাইজের স্বত্বাধীকারী মোঃ মাহামুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের সাউফ উইং এজিএম জিয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট ফরিদপুর ডিভিশনাল ডিএসআই মোঃ বিপ্লব হোসেইন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com