সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন

মুকসুদপুরে ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মুজিববর্ষ উদযাপন উপলে জনগনের দোরগোড়ায় সেবা কর্মসূচির আওতায় ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এ ক্যাম্পেইনের আয়োজন করে।
আজ সোমবার সকাল ১০টায় মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজার মাঠে ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের স্টল পরিদর্শন করেন। এ ওয়ান স্টপ সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক যাবতীয় সেবা ও পরামর্শ নিতে পারছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com