শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

মুকসুদপুরের টেংরাখোলায় কর্মহীন ৩শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

মুকসুদপুরের টেংরাখোলায় কর্মহীন ৩শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার টেংরাখোলা গ্রামে ৩শ অসহায়, কর্মহীন, হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। করোনায় কারনে লকডাউনের কবলে পড়ে যে সকল দিন মজুর অসহায় শ্রমিক দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবিরা খাদ্য সংকটে ভূগছে সে সকল মানুষের কথা চিন্তা করে মুকসুদপুর পৌরসভা টেংরাখোলা গ্রামের সমাজ সেবক মিটুল মোল্যা ও টেংরাখোলা বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মোল্যা বৃহস্পতিবার নিজ বাড়িতে ৩শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।

সমাজ সেবক জাহিদ মোল্যা বাংলার নয়নকে জানান, করোনাভাইরাসের কারনে খাদ্য সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্থ অবস্থায় অনাহারে দিন কাটাচ্ছে শ্রমজীবি মানুষ। যারা দিন আনে দিন খায় সে সকল মানুষের কথা ভেবে নিজস্ব তহবিল থেকে ৩শ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। দেশের পরিস্থিতি ঠিক না হলে আরো পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করবো।

এ সময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্লা, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবর রহমান,তারিকুল ইসলাম, দেলোয়ার হেসেন,মেহের মামুন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com