বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

মুকসুদপুরে মোবাইলের দোকানে চুরি, চোর আতংকে ব্যবসায়ীরা

মুকসুদপুরে মোবাইলের দোকানে চুরি, চোর আতংকে ব্যবসায়ীরা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর সদর ঈদগাহ মার্কেটের একটি মোবাইলের দোকানের ভ্যান্টিলিটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় বিভিন্ন ব্রান্ডের ৫১টি মোবাইল, নগদ টাকা,মেমরী কার্ডসহ প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকার অধিক মালামাল চুরি হয়েছে বলে দাবি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার ঈদগাহ মার্কেটের মোবাইল ডট কম দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক শহিদুল বাংলার নয়নকে জানান, বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। সকালে দোকানে এসে দেখতে পান ভ্যান্টিলিটার ভাঙা। এ সময় দোকানের বিভিন্ন ব্যান্ডের ৫১ টি নতুন মোবাইল, ক্যাশ ভেঙে নগদ প্রায় ৮৬ হাজার ৮ শত টাকা চুরি গেছে।

এ ঘটনায় নগদ অর্থসহ আনুমানিক প্রায় সাড়ে ছয় লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করে তিনি জানান, মুকসুদপুর থানায় অভিযোগ করা হয়েছে।

জানা যায়, এর পূর্বে ৪ মে একই ভাবে সদর ঈদগাহ মার্কেটের মৌসুমি মোবাইল হাউস থেকে প্রায় ৫ লক্ষ টাকার মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মির্জা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com