রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
যাত্রাবাড়ি চৌরাস্তা সৌন্দর্য বর্ধন প্রকল্প গত ২৭ জুন উদ্বোধন করেন ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ পিপিএম। রাজধানীর প্রধানতম প্রবেশদ্বার যাত্রাবাড়ি ,সড়কপথে চট্রগ্রাম , খুলনা, বরিশাল সিলেট বিভাগের মানুষ যাত্রাবাড়ি হয়ে ঢাকায় প্রবেশ করে এবং বাহির হয়। যাত্রাবাড়ি চৌরাস্তার গোলচত্তর একসময় ভবঘুরেদের আশ্রয়স্থল ও ময়লা আবর্জনার স্তূপে পরিনত হয়।
ডেমরা জোনের সহকারি পুলিশ কমিশনার মোঃ রাকিবুল হাসান অত্র জোনে যোগদানেরর পরে ডিসি ওয়ারি নির্দেশনায় যাত্রাবাড়ি চৌরাস্তা সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে। যাত্রাবাড়ি চৌরাস্তা গোলচত্তরে প্রায় সাত হাজার স্কয়ার ফুট জায়গায় গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান ও নার্সারি। এই কাজ করতে গিয়ে সম্পূর্ণ গোলচত্তর বাউন্ডারি করা হয়, ময়লা আবর্জনা পরিস্কার করে নারানগঞ্জ কেরানিগঞ্জ ও ডেমরা এলাকা থেকে আট ট্রাক মাটি, চার ট্রাক গোবর, তিন ট্রাক বালু এনে বাগান করার উপযোগী করা হয়। বৈশ্বিক দুর্যোগ করানোর মধ্যেও আমাদের কাজ থেমে যায় নি। এই বাগান ও নার্সারি করতে সাহায্য করেছে যাত্রাবাড়ি থানার ইন্সপেক্টর অপারেশন আয়ান মাহমুদ, ডেমরা ফাড়ির ইনচার্জ এস আই কুদ্দুস। ২৭ জুন এই বাগান ও নার্সারি উদ্বোধন করে ওয়ারি বিভাগের সন্মানিত উপ-পুলিশ কমিশনার আশা ব্যক্ত করেন যাত্রাবাড়ি দিয়ে রাজধানিতে প্রবেশ ও বাহির হওয়া মানুষ একটি মনোরম পরিবেশ উপভোগ করবেন।