বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
৫ মাস বেতন না পেয়ে কষ্টে কাশিয়ানীর ৩৭ স্বাস্থ্যকর্মী কোটালিপাড়ায় দীর্ঘদিন বিদ্যালয়ে না গিয়েই স্মৃতি রানী নিচ্ছেন বেতন থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা কপ২৯-এ জলবায়ু ন্যায়বিচার এবং প্রাক-২০৩০ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের আহ্বান সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ ফরিদপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ মাদক না ব্যাংক ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার মুকসুদপুরের দিগনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর
ব্যাপক ভোটার উপস্থিতিতে গোবিন্দগঞ্জ পৌরসভায় শান্তিপূর্নভাবে ভোট অনুষ্ঠিত

ব্যাপক ভোটার উপস্থিতিতে গোবিন্দগঞ্জ পৌরসভায় শান্তিপূর্নভাবে ভোট অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, গাইবান্ধা:
সারাদেশের ন্যায় তৃতীয় বারের মতো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপেক্ষ করার লক্ষে নির্বাচন কমিশন , আইন শৃংখলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তা, নির্বাচনে সংশ্লিষ্ট কর্মচারীদের সঠিক ও কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে ব্যাপক ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ন পরিবেশে সর্বকালে সেরা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। সারাদিন ভোট গ্রহন শেষে প্রাপ্ত ফলাফলে গঠিত হবে আগামী পাঁচ বছরের জন্য নতুন পৌর পরিষদ। ভোট প্রদান শেষে নিজেদের পছন্দের প্রার্থী জয়ের খবরের আশায় বসে আছেন দারুন আগ্রহে সর্বস্তরের ভোটারগণ।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মো.খন্দকার জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির ফারুক আহম্মেদ (ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী মোঃ মুকিতুর রহমান রাফি (নারিকেল গাছ),স্বতন্ত্র প্রার্থী জহুরা খাতুন আনিকা (মোবাইল ফোন), ইসলামি আন্দোলন বাংলাদেশ আনিছুর রহমান (হাত পাখা) মোট পাঁচ মেয়র প্রার্থীসহ ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মোট ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ১৫টি কেন্দ্রে ৯২টি বুথে মোট ভোটার ছিলেন ২৯ হাজার ৯শ ৭৯ জন ভোটার । যাদের মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৬৭৪ জন ।

শান্তিপূর্ন পরিবেশে এ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে দাবী করে প্রতিদ্বন্দি স্বতন্ত্র মেয়র প্রার্থী মুকিতুর রহমান রাফি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি দাবী করে । তিনি বলেন নানা সংশয় থাকলেও আইন শৃংখলা বাহিনী ও নির্বাচনে সংশ্লিষ্টদের সঠিক ভাবে দায়িত্ব পালনের ফলে নির্বাচন শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তবে নির্বাচনে সারাদিন ভোট গ্রহনের বিষয়ে তার কোন অভিযোগ নেই বলে জানান।

অপরদিকে নৌকা মার্কার মেয়র প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম বলেন , ব্যাপক ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ন পরিবেশে প্রতিটি কেন্দ্রে ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন সম্মানিত ভোটারগণ । এ নির্বাচনে তিনি ব্যাপক ভোটে জয়ী হবেন বলে দাবী করে সকলের নিকট দোয়া কামনা করেন ।

সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে দাবী করে পৌরসভার নারী পুরুষ ভোটারগণ ভোট প্রদান শেষে বলেন ,শান্তিপূর্ন পরিবেশে সকলের সাথে লাইনে দাড়িয়ে অধির আগ্রহ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি আশা করি আমাদের প্রার্থীগণ জয়ী হবেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com