বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

মুকসুদপুরে ইউপি নির্বাচনী হাওয়া

মুকসুদপুরে ইউপি নির্বাচনী হাওয়া

বাংলার নয়ন সংবাদঃ
ঘনিয়ে আসছে মুকসুদপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। অত্র উপজেলার ১৬ টি ইউনিয়নে গত ০৭ মে ২০১৬ইং তারিখে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ইউপি চেয়ারম্যানরা ৩০ মে ২০১৬ইং তারিখে
সপথ গ্রহণ করেন। সে অনুযায়ী আগামী ৩০ মে ২০২১ ইং তারিখে তাদের মেয়াদ পূর্ণ হবে। এ বছরের মার্চের শেষার্ধে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে বলে অনেকেই ধারনা পোষন করছেন। এ প্রসঙ্গে ইতোমধ্যে নির্বাচনের উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। সে প্রেক্ষিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী আগাম আমেজ। চায়ের দোকানের ধুয়া ক্রমেই বাড়ছে সে সংগে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। অলসতাকে সরিয়ে নড়েচড়ে উঠছেন সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা। এরই মধ্যে অনেকেই আগাম প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। ভোটারদের বাড়ি বাড়ি অনেকেই কুশল বিনিময়ও করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার-প্রচারণা সমানতালে চলছে।
নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ রয়েছে ১৬টি। এখনও নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতিমধ্যে নির্বাচন ঘিরে ইউনিয়ন পরিষদগুলোতে প্রার্থীদের ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ এলাকার ভোটারদের মাঝে দিচ্ছেন আগাম প্রতিশ্রুতি। এছাড়াও নানা রকম
কৌশল অবলম্বন করে ভোটের মাঠ নিজেদের অনুকূলে রাখতে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন অনেকেই। পাশাপাশি আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের অনেকেই চালিয়ে যাচ্ছেন নানারকম তদবির। রাজনৈতিক কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠছে। অনেকের ধারনা, এপ্রিল মাসের মাঝামাঝি রমজান মাস শুরু হলে সে ক্ষেত্রে ইউপি নির্বাচন আরো পিছিয়ে জুন মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com