বুধবার, ০৮ মে ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছে মুকসুদপুর থানা পুলিশ

সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছে মুকসুদপুর থানা পুলিশ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের বিভিন্ন মসজিদে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছে মুকসুদপুর থানা পুলিশ। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের খুৎবার আগে জঙ্গীবাদ, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার ৯৯৯ সেবা নিয়ে, বিট পুলিশিং, মোবাইল ফোনের নাম্বারে কল দিয়ে নিয়ে প্রতারনাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মুকসুদপুর পৌর সভার চন্ডিবর্দী সদর জামে মসজিদে আলোচনা করেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, মুকসুদপুর থানা জামে মসজিদে মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমমান, খান্দারপাড়া জামে মসজিদে এ এস আই শহিদুল ইসলাম, বহুগ্রাম বাজার জামে মসজিদে এস আই মুক্তার হোসেন, বোয়ালিয়া বাজার জামে মসজিদে এ এস আই আবুল হাসান, ঘুনসী জামে মসজিদে এস আই আলমগীর, উজানী সদর জামে মসজিদে এস আই কামরুল ইসলাম, ননীক্ষীর বাজার জামে মসজিদে এ এস আই দিদারুল আলম, জলিরপাড় স্কুল বাজার জামে মসজিদে এ এস আই মনিরুজ্জামান প্রমুখ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনাক্রমে ও ঢাকার ডি আই জি স্যারের নির্দেশনাক্রমে পবিত্র জুম্মার দিনে খুৎবার আগে মসজিদে আগত মুসল্লিদের সাথে এবং দেশের জনগণকে সচেতন করতে সমসাময়িক বিষয় যেমন জঙ্গীবাদ, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার ৯৯৯ সেবা নিয়ে, বিট পুলিশিং, মোবাইল ফোনের নাম্বারে কল দিয়ে নিয়ে প্রতারনাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। গত দুই সপ্তাহ ধরে এই আলোচনা করে আসছি। আমাদের এই কার্যত্রম অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com