বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি শাহআলম শেখ (৪৯) কে গ্রেফতার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার দুপুরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম এর নেতৃত্বে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর মাঠে ঘেরাও করে তাকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির আওতায় নিশ্চিন্তপুর এলাকার চিহিৃত ডাকাত শাহআলম শেখ অবস্থান করছে এমন খবর পেয়ে সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম এর নেতৃতে ১২ জনের একটি পুলিশ দল ওই মাঠ ঘেরাও করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাহআলম শেখ মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মৃত সাদেক শেখের ছেলে।
তার নামে মুকসুদপুর ও কাশিয়ানি থানায় ২টিসহ একাধিক ডাকাতি মামলার আসামী। এছাড়া সম্প্রতি একটি চুরি মামলায়ও বেশ কিছুদিন হাজতবাস করে বর্তমানে জামিনে আছে।