বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি প্রিন্স গমেজ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই শওকত হোসেন বানিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে দির্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলো মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের অর্ন্তনী গমেজ এর ছেলে প্রিন্স গমেজ (২৮)।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই শওকত হোসেন জানান, জিআর ৩০০/১৬ সালের একটি মাদক মামলায় আদালত ৬মাসের সাজা ঘোষণা করেন।
সেই সময় থেকে পলাতক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বানিয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।