বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
দেশে হঠাৎ করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষনা করে সরকার। ১৪ এপ্রিল চলমান লকডাউনের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রথম দিনের লকডাউন চলছে। লকডাউন সফল করতে সকাল থেকে মুকসুদপুর পুলিশ প্রশাসন মাঠে নেমেছেন। এ সময় তারা সরকারের ঘোষণা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত অন্যসব দোকানগুলো বন্ধে ব্যবসায়ীদের নির্দেশনা দেন। এমনকি ঘোষণা না মেনে দোকানঘর খোলা রাখা হলে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানাও করা হবে বলে সর্তক করেন। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার নেতৃত্বে এ সময় সাথে ছিলেন মুকসুদপুর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম, সেকেন্ড অফিসারঃ মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্য। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সরকার লকডাউনের সিদ্ধান্ত নেয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া জানায়, আজ থেকে সারা বাংলাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। আমরা ইতিমধ্যে প্রশাসনের পুরো টিম মাঠে নেমেছি, কোন কিছু ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেব। সরকারের সিদ্ধান্ত মোতাবেক সপ্তাহব্যাপী আমরা মাঠে থাকব। যে সমস্ত দোকানঘর গুলো খোলার কথা রয়েছে শুধুমাত্র সেগুলো খুলবে। বাকি সব দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে তারাবির নামাজ আদায় করার পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ‘মানুষের কল্যাণের জন্যই মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানা ও লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা চাই জনগণ সচেতন হোক। কোন প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া যাবে না। মাস্ক ব্যবহার করতে হবে। করোনা মুক্ত থাকতে হলে সবাইকে সচেতন হতে হবে। মাস্ক ব্যবহার না করলে ঝুঁকি বাড়ে। ঝুঁকি থেকে আমরা কেউই মুক্ত নয়।