বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
৫ মাস বেতন না পেয়ে কষ্টে কাশিয়ানীর ৩৭ স্বাস্থ্যকর্মী কোটালিপাড়ায় দীর্ঘদিন বিদ্যালয়ে না গিয়েই স্মৃতি রানী নিচ্ছেন বেতন থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা কপ২৯-এ জলবায়ু ন্যায়বিচার এবং প্রাক-২০৩০ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের আহ্বান সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ ফরিদপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ মাদক না ব্যাংক ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার মুকসুদপুরের দিগনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর
মুকসুদপুরে লকডাউনের নির্দেশনা মেনে চলতে মাঠে পুলিশ

মুকসুদপুরে লকডাউনের নির্দেশনা মেনে চলতে মাঠে পুলিশ

বাংলার নয়ন সংবাদঃ
দেশে হঠাৎ করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষনা করে সরকার। ১৪ এপ্রিল চলমান লকডাউনের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রথম দিনের লকডাউন চলছে। লকডাউন সফল করতে সকাল থেকে মুকসুদপুর পুলিশ প্রশাসন মাঠে নেমেছেন। এ সময় তারা সরকারের ঘোষণা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত অন্যসব দোকানগুলো বন্ধে ব্যবসায়ীদের নির্দেশনা দেন। এমনকি ঘোষণা না মেনে দোকানঘর খোলা রাখা হলে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানাও করা হবে বলে সর্তক করেন। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার নেতৃত্বে এ সময় সাথে ছিলেন মুকসুদপুর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম, সেকেন্ড অফিসারঃ মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্য। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সরকার লকডাউনের সিদ্ধান্ত নেয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া জানায়, আজ থেকে সারা বাংলাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। আমরা ইতিমধ্যে প্রশাসনের পুরো টিম মাঠে নেমেছি, কোন কিছু ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেব। সরকারের সিদ্ধান্ত মোতাবেক সপ্তাহব্যাপী আমরা মাঠে থাকব। যে সমস্ত দোকানঘর গুলো খোলার কথা রয়েছে শুধুমাত্র সেগুলো খুলবে। বাকি সব দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে তারাবির নামাজ আদায় করার পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ‘মানুষের কল্যাণের জন্যই মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানা ও লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা চাই জনগণ সচেতন হোক। কোন প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া যাবে না। মাস্ক ব্যবহার করতে হবে। করোনা মুক্ত থাকতে হলে সবাইকে সচেতন হতে হবে। মাস্ক ব্যবহার না করলে ঝুঁকি বাড়ে। ঝুঁকি থেকে আমরা কেউই মুক্ত নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com