বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
৫ মাস বেতন না পেয়ে কষ্টে কাশিয়ানীর ৩৭ স্বাস্থ্যকর্মী কোটালিপাড়ায় দীর্ঘদিন বিদ্যালয়ে না গিয়েই স্মৃতি রানী নিচ্ছেন বেতন থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা কপ২৯-এ জলবায়ু ন্যায়বিচার এবং প্রাক-২০৩০ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের আহ্বান সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ ফরিদপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ মাদক না ব্যাংক ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার মুকসুদপুরের দিগনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর
মুকসুদপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, পিটিয়ে ২ জনকে আহত

মুকসুদপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, পিটিয়ে ২ জনকে আহত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জমিজমা সংক্রান্তের বিবাধের জের ধরে রাসেল মিনা (৩০) ও সোহাগ মিনা (৩৫) কে বেদধড়ক মারপিট করেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে মুকসুদপুর থানায় ৭ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানাগেছে গতকাল সকাল সাড়ে ৮ টার দিকে ১৭০নং পশ্চিম নওখান্ডা মৌজার সি.এস ১০৬ (ক) ৩৮৮নং দাগের ১.১৩ একর এবং ১৯৫নং খতিয়ানের ৬৫৫ নং দাগের ১.৫৮ একর ভূমির মধ্যে মোট ২৬ শতাংশ ভূমি যাহা দলিল নং ১৪২৭ তাং ২৪/০২/১৯২৬ইং ও দলিল নং ৬৫১১ তাং ০১/১২/১৯৮০ইং মূলে বাদী রাসেল মিনা দাদা মৃতঃ মুনসুর আলী মিনা ও বড় দাদা মৃতঃ দলিল উদ্দিন মিনা দ্বয়ের নামে খরিদ উক্ত তফশিল ভূমি যাহা পৈত্রিক বসত বাড়ী উক্ত তপশিল ভূমি নিয়া বিরোধ হওয়ায় আমার ছোট চাচা ফেরদৌস মিনা বাদী হইয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে গোপালগঞ্জ এ ১৪৪/১৪৫ ধারার মামলা দায়ের করে। যাহার মামলা নাম্বর ২৫৭/২০২১ উক্ত মামলার নোটিশ প্রাপ্তির পর আদালতের নির্দেশ অমান্য করিয়া মামলার আসামী গণ গত ইং ১৫/০৪/২০২১ তারিখ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় উক্ত তফশিল ভূমিতে জোর পূর্বক ঘর উঠানোর কার্যক্রম শুরু করিলে ভুক্তভোগীরা বাধা দিলে আশেক আলী, জুয়েল, ইনু সহ আরো অনেকে একযোগে আক্রমন করিয়া গুরুত্বর আহত করে। আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবাদী আসেক আলীর সংগে যোগাযোগ করার চেস্টা করেও তাকে পাওয়া যায়নি।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানায় এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com