বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

রেঞ্জ ডিআইজির নির্দেশে ঈদে করোনা সংক্রোমন রোধে মুকসুদপুর পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারনা

রেঞ্জ ডিআইজির নির্দেশে ঈদে করোনা সংক্রোমন রোধে মুকসুদপুর পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারনা

বাংলার নয়ন সংবাদঃ সাম্প্রতিক সময়ে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় ঢাকা রেঞ্জের রেঞ্জ ডিআইজি সকল জেলার জনগণকে করোনার উর্ধ্বগতির সময় ঘরে থাকা এবং সরকার কর্তৃক প্রজ্ঞাপিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। এরই ধারাবাহিকতার ঢাকা রেঞ্জের অধীনে ১৩টি জেলার ৯৬টি থানার সহস্রাধিক মসজিদে সংশ্লিষ্ট ইউনিটের পুলিশ অফিসারগণ মসজিদ ভিত্তিক প্রচারনা অংশ হিসেবে করোনাকালে সচেতনতা মুলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। ডিআইজি মহোদয়ের নির্দেশনাক্রমে ঢাকা রেঞ্জের অধীনে সকল অফিসার ইনচার্জ ও বিট পুলিশে দায়িত্বপ্রাপ্ত অফিসারগণের ন্যায় ১৬ জুলাই শুত্রুবার পবিত্র জুম্মার নামাজের প্রাক্কালে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া উপস্থিত মুসল্লিগণের উদ্দেশ্যে আসন্ন পবিত্র ঈদুল আজাহা ও করোনা মহামারীর এই কঠিন সময়ে জনগণের করণীয় সম্পর্কে সচেতনতামুলক বক্তব্য রাখেন। জনগণকে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, লোক সমাগম এড়িয়ে চলা, হাট বাজারে চায়ের দোকানে অহেতুক আড্ডা না দেওয়া সহ বিভিন্ন সরকারী বিধি নিষেধ মেনে চলতে অনুরোধ জানান। এছাড়া সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ঘনঘন হাত ধোয়া, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন। তাছাড়া সাধ্যমত পুষ্টিকর খাবার বেশি বেশি খাওয়া, জ্বর, সর্দি ও কাঁশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করার জন্য অনুরোধ করেন। সকল নাগরিককে করোনা মহামারীতে তার পাশ্ববর্তী অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাড়ানোর আহবান জানান। মুকসুদপুর থানার ১৬টি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং কর্মকর্তাগণ মসজিদে আগত মুসল্লিদের করোনা সংক্রান্তে সচেতনতার লে মসজিদে বক্তব্য রেখেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com