বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দেয়াই রবিউলের আনন্দ

পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দেয়াই রবিউলের আনন্দ

বাংলার নয়ন সংবাদঃ ভোরের আলো ফোটার সাথে সাথে বাই সাইকেলে আর পত্রিকা নিয়ে ছুটে চলেন উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এ ভাবেই ১৪ বছর ধরে
পত্রিকা বিলি করে চলছেন রবিউল খন্দকার। মুকসুদপুর উপজেলা সদর এলাকার পত্রিকা বিক্রেতা। সকালে তিনি বাইসাইকেল চালিয়ে কলেজ মোড় থেকে পত্রিকা সংগ্রহ করতে যান। পত্রিকা সংগ্রহ করে এক অফিস থেকে আরেক অফিস, এক দোকান থেকে আরেক দোকান, এক বাড়ি থেকে অন্য বাড়ি পত্রিকা পৌঁছে দেন রবিউল
খন্দকার। দীর্ঘদিন ধরে সংবাদপত্র সরবরাহের সঙ্গে জড়িত থেকে সবার কাছে খবর পৌছে দেয়াই যেন তার অন্যতম দায়িত্ব,এতেই তার প্রাশান্তি।
কথা হয় সংবাদ কর্মী রবিউল খন্দকারের সাথে, তিনি জানান ২০০৮ সাল থেকে তিনি এ ব্যবসার সাথে জড়িত। তিনি জানান, আমার পত্রিকা বিক্রির এলাকায় আমাকে
সকলেই খুব ভালো জানেন, ভালোবাসেন।
আমার পত্রিকার ব্যবসা করতে খুব ভালোলাগে, কারণ এর সঙ্গে শিক্ষিত লোক ও সুশীল সমাজ জড়িত। তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। রবিউল ভোরে ঘুম
থেকে উঠে ফজরের আজান শুনে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। এরপর সংসারের টুকিটাকি কাজ সেরে নেন। প্রথমে কলেজ মোড় এসে পত্রিকা সংগ্রহ করে এরপর, মুকসুদপুর উপজেলা সদরে থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় বাইসাইকেলে করে পত্রিকা নিয়ে শুরু হয় তার ছুটে চলা। এরি মাঝে গ্রাহকদের থেকে
পত্রিকার টাকা আদায় করেন। রবিউল খন্দকারের গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসী গ্রামে। সে পত্রিকা ব্যবসার পাশাপাশি ছোট একটা চাকুরি ও কুরিয়ার ব্যবসার সাথে জড়িত। বাবা মা’, স্ত্রী, সহ ২ ছেলে মেয়ে নিয়ে় রবিউলের সংসার। সহায় সম্পত্তি বলতে অল্পটুকু। দুটি সন্তানের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করাই রবিউলের স্বপ্ন। এ ব্যপারে সাংবাদিক তারিকুল ইসলাম বলেন, রবিউল খন্দকার একজন পরিশ্রমী ছেলে দীর্ঘদীন সুনামের সাথে পত্রিকা ব্যবসা করে পত্রিকা পাঠকদের হৃদয়ে আসন করে নিয়েছে। তিনি রবিউলের সার্বিক মঙ্গল কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com