রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ২ হাজার মিটারেরও বেশি কারেন্ট জাল পোড়ানো হলো জনসমক্ষে

মুকসুদপুরে ২ হাজার মিটারেরও বেশি কারেন্ট জাল পোড়ানো হলো জনসমক্ষে

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ও উজানী ইউনিয়নের চান্দার বিল এলাকা থেকে ১৬ টি চায়না জাল ও ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলেছে উপজেলা মৎস্য বিভাগ।

মুকসুদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম বলেন, উপজেলার চান্দার বিল এলাকায় অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

রবিবার (১ আগস্ট) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাসেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬ টি চায়না জাল ও ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাসেদ জানান, মৎস্য সংরক্ষন আইনের ১৯৪০ এর (৩) এর উপধারার (ক) এর (অ) এবং কারেন্ট জালের ৪ এর ক ধারা অনুযায়ী অবৈধ্য কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। আইন অনুযায়ী সব ধরনের কারেন্ট জাল নিষিদ্ধ। দেশি প্রজাতির মা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে বিদ্যমান মৎস্য আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com