বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

মুকসুদপুরে অগ্রণী ব্যাংক বনগ্রাম শাখার পক্ষ থেকে গাছের চারা বিতরণ

মুকসুদপুরে অগ্রণী ব্যাংক বনগ্রাম শাখার পক্ষ থেকে গাছের চারা বিতরণ

তারিকুল ইসলামঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষির্কী জাতীয় শোক দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। জাতির পিতার স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়তে বিশেষ কর্মসূচি পালন করছে অগ্রণী ব্যাংক লিঃ। বিশেষ এ কর্মসূচি সফল করতে অগ্রণী ব্যাংক, বনগ্রাম শাখার কর্মকর্তা ও সহকর্মীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরন কর্মসূচি গ্রহণ করা হয়। গাছের চারা বিতরণ মাসব্যাপি চলবে।
অগ্রণী ব্যাংক লিমিটেড বনগ্রাম শাখার ব্যাবস্থাপক সঞ্জয় বাইন জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক লাবলু মহোদয় গত ৫ আগস্ট অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় মাসব্যাপি কর্মসূচী পালনের উদ্বোধন করেন। সেলক্ষ্যে মুকসুদপুর উপজেলার বনগ্রাম শাখার সকল গ্রাহকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এলক্ষ্যে ২৩ আগস্ট সোমবার সকালে বনগ্রাম শাখায় গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বনগ্রাম শাখা ব্যাবস্থাপক সঞ্জয় বাইন, সিনিয়র অফিসার সজল কুমার ফলিয়া, অফিসার ইনজামাম খান মিলন সুকুমার বাকচি, কানিস তামান্না প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com