সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

দাকোপে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দাকোপে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জিএম আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
দাকোপের বীর মুক্তিযোদ্ধা ও অবঃ বিডিয়ার সদস্য মোজাম্মেল হক সরদার (৭৫) হৃদযন্ত্রের ক্রীয়াবন্দ করেছে।

ইন্নালিল্লাহী ওইন্নাইলাহী রাজিউন। বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে দাফন করা হয়েছে।

পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার দুপুরে চালনা সবুজ পল্লী নিজ বাস ভবনে হটাৎ শাররীক অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃতঃ বলে ঘোষনা করেন। মরহুমের জানাজার নামাজের পূর্বে বিকাল সাড়ে ৫ টায় সবুজ পল্লী বায়তুল আমীন জামে মসজিদ মাঠে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস ও থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও মরহুমের কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়।

এর পর একই স্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ সানা, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, পৌর কাউন্সিলর রোস্তম আলী খান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, শিক্ষক এস এম রমজান আলী, সাবেক পৌর কাউন্সিলর শহর আলী শেখ মনি,

দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের মৃত্যুর খবর পেয়ে তার বাড়ীতে ছুটে যান দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, বীর মুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিজন সরকার। এরপর রাতে চালনা বিল্লালিয়া আলীম মাদ্রাসা মাঠে দ্বিতীয়দফা জানাযা শেষে চালনা পৌর সভার গৌড়কাঠি কবর স্থানে তাকে দাফন করা হয়।#

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com