মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে সরকারি জায়গা দখল নিয়ে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক নাগেশ্বরীতে রাতের আঁধারে ঘর তুলে সংখ্যালঘু পরিবারের জমি দখল এডাব- এর ভাইস চেয়ারম্যান হলেন আরিফুর রহমান ডিআরই্উ’র নতুন সভাপতি সালেহ আকন, সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত রমজানে মাছ মাংসের চাহিদার বিপরীতে উদ্বৃত্ত খাদ্য অন্য বিভাগে পাঠাতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা রাজৈরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা পাগলা মসজিদে মিললো ২৯ বস্তা টাকা, চলছে গণনা কারিগরী প্রশিক্ষণপ্রাপ্ত শিশুদের মাঝে ইপসা’র সার্টিফিকেট প্রদান লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য- সুপ্রদীপ চাকমা পশুরহাটে ‘খাস আদায়ে’ হরিলুট
নগরকান্দায় কুমার নদ খনন প্রকল্প, দুটি বসত বাড়ী নদী গর্ভে বিলীন

নগরকান্দায় কুমার নদ খনন প্রকল্প, দুটি বসত বাড়ী নদী গর্ভে বিলীন

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

কুমার নদ খননের পর নদীর পাড় ভেঙ্গে পড়তে শুরু করেছে। ইতি মধ্যে ফরিদপুরের নগরকান্দায় দুটি বসত বাড়ী নদী গর্ভে বিলিন হয়েছে। এছাড়াও নগরকান্দা সরকারি এম এন একাডমীর ভবন, থানা ভবন ও বাজারের কেন্দ্রীয় কালি মন্দির ভবন, একাধিক আবাসিক ভবন সহ পৌর বাজার এখন ঝুঁকির মধ্যে পড়েছে।

জানাগেছে, ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ৭৫ কিলোমিটার কুমার নদের পুনঃখননের কাজ চলছে। কাজটি বাংলাদশ নৌবাহিনীর তত্বাবধানে বেঙ্গল গ্রুপ বাস্তবায়ন করছে। এই নদী পুনঃখননের ফলে নদীর পাড়ের কিছু কিছু এলাকায় ধস এবং ফাটল দেখা দিয়েছে। উপজেলার পাঁচ কাইচাইল এলাকায় নদীর পাড়ে বসবাসরত আশরাফ মাতুবরের বসত বাড়ী ইতিমধ্যে ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হয়েছে। একই এলাকায় সেলিম ব্যাপারীর বসত ঘরের অধিকাংশ মাটি ধসে নদীতে চলে গেছে। ঝুঁলন্ত অবস্থায় ঘরটি ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। যে কোন মুহুর্তে ঘরটি নদীর পেটে চলে যাবে। এছাড়াও নগরকান্দা সরকারী এম এন একাডমীর নব নির্মিত ভবন, থানার নব নির্মিত ভবন, বাজারের কেন্দ্রীয় কালী মন্দিরের ভবন, একাধিক আবাসিক ভবন সহ পৌর বাজারের একাংশ ঝুঁকিতে রয়েছে। এখানে প্রায় দুইশত মিটার এলাকা নিয়ে বড় ধরনের ফাঁটল দেখা দিয়েছে। যা প্রায় ৩/৪ ফুট ডেবে গেছে। নদীর পাড়ে বসবাসরত ওই এলাকার বাসিন্দারা তীব্র ভাঙ্গন আতংকের মধ্যে দিয়ে দিন রাত পার করছেন।

ক্ষতিগ্রস্ত আশরাফ মাতুব্বর বলেন, আগের দিন একটু ফাটল দেখা গিয়াছিল। এতে ভয় পেয়ে রাতে বাচ্চাদের নিয়ে অন্যের ঘরে ঘুমিয়েছিলাম। মধ্য রাতে হুড়মুড় শব্দ, উঠে দেখি আমার ঘর নদীর মধ্যে। এখন আমি আমার শশুর বাড়ীতে আশ্রয় নিয়েছি।

স্থানীয় ইউপি সদস্য আক্তারুজ্জামান বাকী বলেন, নদীর পাড়ের বসবাসরত পরিবার গুলোর এখন আতঙ্কে রাত কাটছে। নদীর পানি যত কমবে ততই ভাঙ্গন আরো বাড়বে।

পৌর এলাকার গাংজগদিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত নিত্য রঞ্জন মালা বলেন, আমাদের গ্রামের নদীর তীরবর্তী এলাকায় যে ভাবে ফাটল দেখা দিয়েছে তাতে আমরা আতঙ্কের মধ্যে আছি। কখন যে বসতঘর নিয়ে ভেঙ্গে পড়ে নদীতে চলে যায়।

এ বিষয় ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রোকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে সরজমিনে লোক পাঠিয়েছি। এটা সমাধানের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com