মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাটারী চালিত ইজিবাইকের চাপায় আল্লাদী সিকদার (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।
আজ শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের শান্তিপুর বটতলায় এ দূর্ঘটনা ঘটে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আল্লাদী সিকদার মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রামের বিরেন সিকদারের স্ত্রী।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম জানান, নিহত আল্লাদী সিকদার গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন। এসময় ব্যাটারী চালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে মারাত্মক আহত হন।
পরে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।