বুধবার, ০১ মে ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

মুকসুদপুরে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

মুকসুদপুরে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার বিজ্ঞান শাখার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার দিনব্যাপী ৭১ টি মাধ্যমিক স্কুল ও মাদরাসার বিজ্ঞান শাখার শিক্ষকদের বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সার্বিক তত্বাবধানে ও একাডেমিক সুপারভাইজার কাইয়ুম শরিফের সঞ্চালনায় শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
ভিশন ২০৪১ বাস্তবায়নে প্রযুক্তিনির্ভর বিশ্বে যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে টেকসই শিক্ষা অর্জনের কোনো বিকল্প নাই মর্মে উপজেলা নির্বাহী অফিসার উল্লেখ করে জানান বিজ্ঞান শিক্ষাকে বাস্তবতার নিরিখে ঢেলে সাজানোর লক্ষ্যে ব্যবহারিক ক্লাস নিয়মিতকরণসহ বিষয়ভিত্তিক যুগোপযোগী মানসম্মত শিক্ষা ও ছাত্র/ছাত্রীদের বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের ভিত্তি মজবুত করা অত্যাবশক। সরকারের উন্নত রাষ্ট্র বিনির্মানে সহায়তার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com