সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

রাফি ট্রেডার্সের উদ্যোগে গাবতলীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

রাফি ট্রেডার্সের উদ্যোগে গাবতলীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

বোরহান আনিস

রাফি ট্রেডার্সের উদ্যোগে ঢাকার গাবতলী বাস টার্মিনালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে টার্মিনালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স রাফি ট্রেডার্স। ১৭ই মার্চ বৃহস্পতিবার সকালে ঢাকা মিরপুর গাবতলীর বাস টার্মিনালে মিলাদ মাহফিল ও কেক কাটা হয়। মিরপুর আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল (গাবতলী) ইজারাদার রাফি ট্রেডার্স লিমিটেডের এর প্রজেক্ট ডাইরেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাফি ট্রেডার্সের এমডি লিয়াকত হোসেন সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কালু শেখ, দারুস সালাম থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বশির আহম্মেদ, রাফি ট্রেডার্সের কর্মকর্তা কামাল হোসেন মৃর্ধা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবছরই রাফি ট্রেডার্স লিমিটেড পক্ষ থেকে মিলাদ মাহফিলে বিশেষ দোয়া ও কেক কাটার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে। অসহায় পথ শিশু ও সাধারন মানুষের মাঝে খাদ্য বিতরন কর্মসূচি পালন করে আসছে। প্রতিবছরের মতো এবারও ৫০০ জন অসহায় শিশুদের মধ্যে খাদ্য বিতরনের আয়োজন করছে রাফি ট্রেডার্স। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, একইসঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে। যারা জীবিত আছেন এবং এ অনুষ্ঠান করতে পারছেন তারা খুবই ভাগ্যবান। তেমন ভাগ্যবান গোটা বাঙালি জাতি, আমরা বঙ্গবন্ধুকে পেয়েছি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী প্রতিবছরই অত্যন্ত ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করবে সারাদেশ ইনশাআল্লাহ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com