বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
বাদশাহ মিয়াঃ
রংপুর বিভাগীয় বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা সংগঠনের উদ্যোগে ৭ই রমজান শনিবার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব তৌহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজার রহমান রুবেল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা.আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশা মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ।