রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা নগরকান্দায় এ্যাডঃ জামাল হোসেন মিয়ার নির্বাচনী জনসভা মুকসুদপুরের কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রানি মুকসুদপুর উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ফারুক খান এমপি’র জন্মদিন পালন মুকসুদপুরে গুনহর স্কুলের নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ ম্যানেজিং কমিটির বঙ্গবন্ধু সেনা পরিষদ বৃহত্তর ফরিদপুরের সম্মেলন প্রস্তুতি সভা মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রার্থী কামরুল হাসান মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন নগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত মুকসুদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের ফারুক খান এমপি’কে ফুলেল শুভেচ্ছা
চিত্রনায়ক ফারুকের জানাজায় মেজর হালিম

চিত্রনায়ক ফারুকের জানাজায় মেজর হালিম

স্টাফ রিপোর্টারঃ

কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সাংসদ, বি‌শিষ্ট আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে। এ জানাজায় উপস্থিত হয়ে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয়  আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস‌্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফ‌রিদপুর জেলা আওয়ামীলী‌গের উপ‌দেষ্টা মন্ডলীর সদস‌্য মেজর (অবঃ) আতমা হালিম।

১৬ মে আসরের নামাজের পর ঢাকার গুলশান আজাদ মসজিদে এ জানাজার নামাজ অনু‌ষ্ঠিত হয়। হাজার হাজার ভক্ত ও গুনিজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহন ক‌রেন। এ জানাজায় কেন্দ্রীয় আওয়ামী লী‌গের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস‌্যরা অংশগ্রহন ক‌রে মরহু‌মের রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রেন।

আওয়ামীলী‌গের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি প‌ক্ষে উপস্থিত আরো উপস্থিত ছি‌লেন, বাংলাদেশ আওয়ামীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ও আওয়ামীলী‌গের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান, মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক, মামুন মজুমদার, মেজর মহসিন শিকদার, ডঃ ইদ্রিস আলী, এ্যাডঃ ওবায়দুল হক, নূরুল আজাদ, এ্যাডঃ নূর, ডঃ সেলিম, খোকন, আরিফ রোহান, বাপ্পী, লেঃ কর্ণেল(অবঃ) রমজান আলী প্রমুখ ।

মেজর (অবঃ) আতমা হালিম (দুলু) জানান, কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, বি‌শিষ্ট আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক ভাই আওয়ামী লীগের একজন নি‌বে‌দিত প্রাণ ছি‌লেন। আমরা তার রু‌হের মাগ‌ফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত প‌রিবা‌রের প্রতি গভীর সম‌বেদনা জানাই।

এসময় মেজর আতমা হালিম ফারুক ভাই‌য়ের রুহের মাগফেরাত কামনায় সকলের প্রতি দোয়া চেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com