শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে সিসিডিবির কৃষি উপকরণ ও চেক বিতরণ রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর কোটালীপাড়ায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্পের আওতায় মাঠ দিবস মুকসুদপুরে ব্যাবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মুকসুদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান- সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে: প্রধান উপদেষ্টা ছিনতাই কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা ৭১ ও ২৪’র বিজয়ের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : বাংলাদেশ ন্যাপ
মুকসুদপুরে ঘূর্ণিঝড়ে ৬০ বাড়ি লন্ডভন্ড

মুকসুদপুরে ঘূর্ণিঝড়ে ৬০ বাড়ি লন্ডভন্ড

আকবর আলীঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ৬০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অন্তত ৬৫টি পরিবারের পাঁচ শতাধিক লোক সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। তবে ঘূর্ণিঝড়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর, ডিগ্রীকান্দি, মহাটালী এবং কাঁশালিয়া ইউনিয়নের শার্শাকান্দি গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল ও নগদ দুই হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ডিগ্রীকান্দি গ্রামের তারেক লষ্কার বলেন, রাত ৮টার দিকে আকস্মিকভাবে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে আমার ঘর বিধ্বস্ত হয়ে যায়। পরবর্তীতে এলাকার সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছি। পরিবারের লোকজন নিয়ে মানবতার জীবনযাপন করছি।

উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস জানান, রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় ইউনিয়নের চারটি গ্রাম ও পার্শ্ববর্তী কাঁশালিয়া ইউনিয়নের একটি গ্রামে আঘাত হানে। এতে প্রায় ৬৫টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক লোক বাড়িছাড়া। তালিকা করে তাদের পুনর্বাসন করার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু জানান, রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় ওই ইউনিয়নের চারটি গ্রাম ও পার্শ্ববর্তী কাঁশালিয়া ইউনিয়নের একটি গ্রামে আঘাত হানে। এতে প্রায় ৬৫টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক লোক বাড়িছাড়া। প্রাথমিক অবস্থায় প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ও নগদ দুই হাজার টাকা দেওয়া হয়েছে। তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, কাশালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম মিয়া, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মুক্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ- দপ্তর সম্পাদক আরিফুজ্জামান, উজানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অশোক বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান মোল্লা সহ উপজেলা শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রীবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com