শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আজিজুর রহমান, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
দেবদারু, কাঠবাদাম, বকুল, কৃষ্ণচূড়া গাছের সমন্বয়ে স্টেডিয়ামের চারপাশকে দৃষ্টিনন্দন ও সুসজ্জিত করা হবে।
প্রাথমিকভাবে ১০০ দেবদারু ও ১০টি কাঠবাদাম লাগানোর মধ্যে দিয়ে বৃক্ষরোপনের কার্যক্রম শুরু করা হয়। এরপর পর্যায়ক্রমে দেবদারু, কাঠবাদাম, বকুল, কৃষ্ণচূড়া গাছের সমন্বয়ে স্টেডিয়ামের চারপাশকে দৃষ্টিনন্দন ও সুসজ্জিত করা হবে। এসময় স্থানীয় ক্রীড়া ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন।