মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

অব্যাহতি চাইলেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

অব্যাহতি চাইলেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়েছেন অধ্যাপক তপন কুমার সরকার। এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো যায়।

সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে আবেদন জমা দিয়েছেন। মাউশির মাধ্যমে পদায়নের জন্য অনুরোধ করেন তিনি।

তিনি জানান, শিক্ষার্থীরা মনে করছেন, আমার জন্য তাদের ফল খারাপ হয়েছে। তারা ফেল করেছেন। সেজন্য স্বেচ্ছায় এ পদ থেকে সরে যেতে চাচ্ছি। আমি শিক্ষা মন্ত্রণালয়ে সে অনুরোধ করেছি।
প্রকাশিত ফলাফলের অনুত্তীর্ণরা অটো পাসের দাবিতে রোববার (২০ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডে হামলা-ভাঙচুর করে। তারা বোর্ড চেয়ারম্যানকে পদত্যাগের ঘোষণা দিতেও বাধ্য করে।

উল্লেখ্য- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে চলতি বছরের এইচএসসির মাত্র সাতটি পরীক্ষা নেওয়া হয়। এরই মধ্যে তারা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করে পরীক্ষা বাতিলে বাধ্য করে। পরীক্ষা বাতিল হওয়ায় সাবজেক্ট ম্যাপিং করে গত ১৫ অক্টোবর ফলাফল প্রকাশ করা হয়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com