বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ১৩ নং কসব ইউপির পাঁজরভাঙ্গায় বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলেজ শাখার অধ্যাপক রমজান আলীর বিরুদ্ধে নিয়োগসহ অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।
এছাড়া, পরিবারের ছয় থেকে ৮ জনের চাকরি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন এলাকাসী। শুধু চাকরি দিয়েছেন তা নয় অনুপস্থিত থেকে বেতনও তুলে অর্থ আত্মসাৎ করেন শিক্ষক।
সুত্র বলছে, প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীরাই নয় (শ্যালক) শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল সহকারি কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ট থাকা অবস্থায়, অবৈধভাবে সহকারী শিক্ষক নিয়োগ দিয়েও সে বেতন তুলেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মানুষ গড়ার কারিগর এ শিক্ষক এলাকার প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটির জমিসহ ভবনটি ইটের প্রাচীর দিয়ে দখলে নিয়েছেন।
এদিকে, শিক্ষক কর্মচারীরাদের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগে অধ্যাপক রমজান আলীর নিয়োগ বৈধ নয় মর্মে তদন্ত রিপোর্ট আসে । এহেন অপরাধের পরেও বহাল তবিয়তে এ শিক্ষক। বেশি নড়াচাড়া করে তাহলে এ প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার ও হুমকি দিয়েছেন তিনি।
অধ্যাপক রমজান আলীর (শ্যালক) শিক্ষক আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে এসব বিষয় এড়িয়ে যান ।
তিনি বলেন, আপনাদের যা খুশি আপনারা লেখেন, আমাদের কিছু করার থাকলে আমরাও করবো।
অধ্যাপক রমজান আলী সাথে অভিযোগের বিষয়ে কথা বললে তিনি আমার বিষয়ে যে সকল অভিযোগ হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার লাইলা আনজুমান বানুর সাথে কথা বললে তিনি জানান, যে সকল শিক্ষক কর্মচারীরা অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ এনেছে সব অভিযোগ তদন্তের জন্য তদন্ত কাজ চলছে।