মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধি: রংপুর জেলার পীরগঞ্জ থেকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পননকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার(৬ নভেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি অফিস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
সদর থানের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহ বলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে গতকাল গ্রেফতার হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদের পাইপ বেয়ে পালিয়ে নামার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
আহত হলে রংপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাকে মানিকগঞ্জ আনা হবে হবে।
এরআগে মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মুরাদ হোসেন গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় ৯১জনের নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।