বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ দুপুরে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১১টায় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে গেলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কে স্বাগত জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
এ সময় তারা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বানিজ্য অংশিদারিত্ব বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।