রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ইট ভাটা উচ্ছেদ

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ইট ভাটা উচ্ছেদ

ইউসুফ, রাণীনগর (নওগাঁ):
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইট ভাটার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকার দায়ে একটি ইট ভাটা উচ্ছেদসহ অন্য এক ভাটার মালিকের ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ নামক স্থানে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিউদ্দিন রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকার ইট ভাটায় অভিযান পরিচালনার সময় মের্সাস কাফি ব্রিকস এর লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকার দায়ে স্কেবেটার মেশিন দিয়ে ইট ভাটা গুড়িয়ে দেয়।

একই এলাকার আরো একটি ইট ভাটার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে আদালত সূত্রে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com