বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
৫ মাস বেতন না পেয়ে কষ্টে কাশিয়ানীর ৩৭ স্বাস্থ্যকর্মী কোটালিপাড়ায় দীর্ঘদিন বিদ্যালয়ে না গিয়েই স্মৃতি রানী নিচ্ছেন বেতন থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা কপ২৯-এ জলবায়ু ন্যায়বিচার এবং প্রাক-২০৩০ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের আহ্বান সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ ফরিদপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ মাদক না ব্যাংক ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার মুকসুদপুরের দিগনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর
রাণীনগরে স্ত্রী হত্যা মামলার পলাতক স্বামী ঢাকা থেকে গ্রেপ্তার

রাণীনগরে স্ত্রী হত্যা মামলার পলাতক স্বামী ঢাকা থেকে গ্রেপ্তার

এম এ ইউসুফ, রাণীনগর (নওগাঁ):
নওগাঁর রাণীনগরে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী পলাতক স্বামী মাসুদ রানাকে ১৮ দিন পর নিহত স্ত্রীর স্বজন ও স্থাণীয় জনতা আটক করে ঢাকার শাহ আলী থানায় সোর্পদ করে। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ ওই রাতেই শাহ আলী থানায় গিয়ে মাসুদ রানাকে নিয়ে আসে।

গ্রেফতারকৃত মাসুদ রানা রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের আফছার আলীর ছেলে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক বলেন, গত ৩১ জুলাই রাতে স্ত্রী সাকিলা আক্তার শ্যামলিকে পিটিয়ে হত্যার অভিযোগে গৃহবধুর বাবা আব্দুল সাত্তার মন্ডল বাদি হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করলেও পতলাক থাকায় স্বামী মাসুদ রানাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছেছিল না।

এর মাঝে সাকিলার স্বজনরা ঢাকার শাহ আলী থানা এলাকায় গত রোববার সন্ধ্যায় মাসুদকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে থানাপুলিশে সোর্পদ করে। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ রাতেই শাহ আলী থানায় গেলে মাসুদ রানাকে রাণীনগর থানাপুলিশের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, রাণীনগর উপজেলা সদরের সিম্বা গ্রামের আফসার আলীর ছেলে মাসুদ রানা একই উপজেলার বেলবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে সাকিলা আক্তার শ্যামলী (৩২) কে বিয়ে করে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এরই মধ্যে হঠাৎ করে প্রায় আড়াই দুই মাস আগে প্রতিবেশি জনৈক তিন সন্তানের জননীকে দ্বিতীয় বিয়ে করে মাসুদ রানা। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর প্রতি শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন।

এনিয়ে পারিবারিক ও সামাজিক ভাবে সমাধানের লক্ষ্যে দফায় দফায় বৈঠক হলেও সুষ্ঠু কোন সমাধান না হওয়ার একপর্যায়ে গত ৩১ জুলাই বিকেলে স্ত্রী শ্যামলীকে পিটিয়ে হত্যার পর মাসুদ রানা নিজেই শ্বশুর বাড়িতে খবর দেয় যে তাদের মেয়ে গুরুত্বর অসুস্থ্য! এঘটনায় শ্যামলীর বাবা আব্দুস ছাত্তার বাদী হয়ে রাণীনগর থানায় ওই দিন রাতে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com