বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোপালগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোপালগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালিত

হুসাইন ইমাম সবুজ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

আজ বিশ্ব পরিবেশ দিবস। মুজিববর্ষে “বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর ছাত্রলীগ এর সাবেক যুগ্ন-আহ্বায়ক ও জেলা ছাত্রলীগ নেতা “মোঃ ওমর ফারুক খান (রিপন)” এর উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।

গোপালগঞ্জ পৌরসভার বেদগ্রাম গোলচত্বরে বিভিন্ন ফলজ গাছ রোপণ করে এই কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা রিপন বলেন, আমরা দেশরত্ন “শেখ হাসিনা”র নির্দেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই নানান সামাজিক কর্মকান্ড করেছি। তারই ধারাবাহিকতায় আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি পালনের লক্ষ্যে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। ভবিষ্যতেও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের প্রতিটি ইতিবাচক কর্মকান্ডের অংশীদার হয়ে রাজপথে থাকব।

এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক প্রচার সম্পাদক “গাজী ফরহাদ হোসেন (রনি)”। ছাত্রলীগ নেতা রনি বলেন, “জননেত্রী দেশরত্ন ‘শেখ হাসিনা’র নির্দেশনা মোতাবেক আমাদের জনকল্যাণ মূলক ও পরিবেশ বান্ধব সকল ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে”।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com