মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার সকালে মুকসুদপুর ডায়াবেটিস সেন্টারের আয়োজনে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদে এসে শেষ হয়। পরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে মুকসুদপুর ডায়াবেটিস সেন্টারে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল জনসচেতনতামূলক পোস্ট, চিকিৎসা পরামর্শ ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, তারিকুল ইসলাম।, হাদিউজ্জামান, মেহের মামুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন সারাবিশ্বেই ডায়াবেটিস এখন মহামারি আকার ধারণ করেছে। এ রোগ আজীবনের। একবার হলে তা কখনো সারে না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।