শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ফারুক খান মিলনায়তনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ।
পরে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ফারুক খান এমপির সাথে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জুম কনফারেন্স অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করান উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, সহকারি কমিশনার ভুমি শেখ আলাউল ইসলাম,মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক লুৎফর মোল্যা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গনমাধ্যম কর্মী সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদফতরের পক্ষ থেকে গাছের চারা রোপন করা হয়। বেলা সাড়ে বারোটায় শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা কার্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ করেন আগত অতিথিরা।