বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩ জন বহিষ্কার কোটালীপাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা মুকসুদপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৩৫, ৮টি বাড়ী ভাংচুর মুকসুদপুরে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা মুকসুদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল মুকসুদপুরে ওয়ার্ড বিএনপি সভাপতি ইয়াছিন শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
আসছে আকাশমণির কাব্যগ্রন্থ “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”

আসছে আকাশমণির কাব্যগ্রন্থ “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”

আকাশমণি: অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হচ্ছে, মনের কবি প্রেমের কবি আকাশমণির কাব্যগ্রন্থ “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”।
বইটি প্রকাশিত হচ্ছে প্রতিভা প্রকাশ থেকে। বইটির প্রচ্ছদ করেছেন শাহাদাত শিবলী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি পাওয়া যাবে প্রকাশনীর শোরুমে এবং বইমেলার স্টলে।
কবি আকাশমনির ৪র্থ কাব্যগ্রন্থ- স্বপ্ন ভাঙার শব্দ হয় না।

কবিতাগুলোতে প্রেমের বহুরূপ ভাব বিধৃত হয়েছে। কবি শব্দ চয়নে দক্ষতার পরিচয় দিয়েছেন। সরাসরি প্রেম ও তার রস আস্বাদন করতে পারবে পাঠকগণ। কবি তার শব্দের জালে বন্দি করে পাঠককে এক অলৌকিক জগতে নিয়ে যান।

সেখানে হাসি-কান্না, দুঃখ-বেদনা, প্রেম-বিরহ আর মুগ্ধতায় মোহাচ্ছন্ন করে দেন কবি। কবি আকাশমনির শব্দ, বাক্য, উপমা, চিত্রকল্প কবিতার পাঠককে বিমোহিত করে। এক ধরনের শক্তির যোগান দেয়, যা প্রাণের তৃষ্ণা মিটায়। বইটির অন্য কবিতা পাঠের পূর্বেই বইটির নামই যেনো একটি কবিতা পাঠের তৃপ্তি দেয়। কল্পনার জায়গা করে দেয়। কী দারুণ অদ্ভুত অনুভূতির নাম- স্বপ্ন ভাঙার শব্দ হয় না।

আমরা এমন কবিতাই চাই, যে কবিতা আমাদের পিপাসা মেটাবে। আমাদের আবেগ, আত্মউন্মোচন করবেন। এ গ্রন্থের কবিতাগুলো খুবই মনোমুগ্ধকর। প্রেম, প্রকৃতি, নারী, স্বদেশ, নদী, মাটি বারবার উচ্চারিত হয়েছে কবির কবিতায়।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থ – মেঘঝরা দুপুরে, বৃষ্টির ছন্দে মাটির গন্ধে, ঈশ্বর এ পাড়ায় থাকে না।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com