মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
মশিউর রহমান, কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি কচু বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কান্দি ইউনিয়নের নায়াকান্দি গ্রামের কচু বাগান থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত ওই ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি মো: আবুল কালাম আজাদ জানান, নায়াকান্দি গ্রামের পশ্চিম পাশের একটি কচু বাগানে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া থানায় নিয়ে আসে।