সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি বাস ও কাউন্টার মাষ্টারে কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪এপ্রিল) বিকেলে মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে, উপজেলা প্রশাসন মনিটরিং করতে গিয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে স্বাধীন এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব- ১৪-৯২-৭০) কে ৮০০০ টাকা এবং হানিফ ও দিগন্ত কাউন্টার মাষ্টার ওহিদ মুন্সীকে ৫০০০ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।