বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
৫ মাস বেতন না পেয়ে কষ্টে কাশিয়ানীর ৩৭ স্বাস্থ্যকর্মী কোটালিপাড়ায় দীর্ঘদিন বিদ্যালয়ে না গিয়েই স্মৃতি রানী নিচ্ছেন বেতন থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা কপ২৯-এ জলবায়ু ন্যায়বিচার এবং প্রাক-২০৩০ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের আহ্বান সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ ফরিদপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ মাদক না ব্যাংক ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার মুকসুদপুরের দিগনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর
আবৃত্তি ও উপস্থাপনায় স্বর্নপদক পেলেন মাহবুব বাবর

আবৃত্তি ও উপস্থাপনায় স্বর্নপদক পেলেন মাহবুব বাবর

বাংলার নয়ন সংবাদঃ

শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ পেলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,আবৃত্তিকার ও উপস্থাপক গল্পকার সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব বাবর।
গতকাল সন্ধায় ঢাকা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে শেরেবাংলা একে ফজলুক হক গবেষনা পরিষদের আয়োজনে একে ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে “শেরেবাংলার কর্মময় জীবন” শিরেনামে আলোচনা সভা, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। অনুষ্ঠান উদ্ভোধন করেন,বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি, এ কে এম শহিদুল হক, সভাপতিত্ব করেন একে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব, বিটিআরসি চেয়ারম্যান, শেরেবাংলা একে ফজলুল হকের দৌহিত্রী সৈয়দ মারগুব মোর্শেদ।
বিশেষ অতিথী ছিলেন, লালনকন্যা ফরিদা পারভীন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডঃ কামাল উদ্দিন আহমেদ, শিশু বিশেষজ্ঞ ডাঃ গিয়াসউদ্দিন আহমদে, ডাঃ ফরিদুল আলমসসহ অন্যান্যরা।

গোপালগঞ্জের ছেলে মাহবুব হাসান বাবর ছোট বেলা থেকেই থেকেই সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডে তাঁর পদচারনা। লিখেছেন অজস্র গল্প কবিতা, প্রবন্ধ-নিবন্ধ। সম্পাদনা করেছেন স্বপ্নিল সাহিত্য পত্রিকা। বিভিন্ন সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকায় তিনি দীর্ঘ বছর সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং দৈনিক মানব জমিন পত্রিকায় সাংবাদিকতাও করেছেন বেশ ক’বছর। তার লেখা কবিতা-ছোট গল্প প্রকাশিত হয় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে।

২০১৬ সালের একুশে বই মেলায় তার প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ জ্যোৎস্নার জলজ বনে বেশ সাড়া জাগায়। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার গল্পগ্রন্থ গন্তব্য জানা নেই ও কাব্যগ্রন্থ শেষ চিঠি। উপস্থাপক ও আবৃত্তিকার হিসেবে তিনি একজন পরিচিত ব্যাক্তিত্ব। জাতীয় ও স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থাপনা ও আবৃত্তি করে মন কেড়েছেন আবৃত্তি প্রেমীসহ দর্শকদের।। ভেজা মেঘের দিনগুলি নামে একটি ডুয়েট আবৃত্তির এ্যালবামও রয়েছে তার। সুললিত কন্ঠের আবৃত্তির জন্য পেয়েছেন পল্লী কবি জসিম উদ্দিন সম্মাননা পদক, মাদার তেরেসা পদক, কাগজ কলম পুরস্কার ও জয় বাংলা সম্মাননা পদক। এছাড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন তেরেসা সম্মাননা পদক, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ও জাতীয় সাহিত্য পদক। গোপালঞ্জের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন বাশরী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক এবং জনপ্রিয় লোকজ সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠান মেঠো পথের নিয়মিত উপস্থাপক তিনি। এছাড়া সামাজিক প্রতিষ্ঠান বিন্দুর প্রতিষ্ঠাতা সভাপতি। পেশাগত জীবনে তিনি সরকারি মুকসুদপুর কলেজে অধ্যাপনা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com