মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে সিসিডিবি’র কৃষি বন্ধু চুলা ও হাঁসের খামার স্থাপনের জন্য অনুদান সহায়তার চেক বিতরণ মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সালথায় বল্লভদী সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান মুকসুদপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ত্রুীড়া প্রতিযোগিতা মুকসুদপুরে সিনজেনটার কীটনাশক নকল ও ভেজাল প্রতিরোধে করনীয় কর্মশালা অনুষ্ঠিত মুকসুদপুরে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুর পৌরসভার সেবা কার্যক্রম স্থবির, চরম দুর্ভোগে পৌরবাসী মুকসুদপুরে দেশীয় অস্ত্র ও পিক-আপসহ ৬ ডাকাত আটক গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন এম. আনিসুল ইসলাম ভুলু
মুকসুদপুরে ২য় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনকারী ইসমাইল গ্রেপ্তার

মুকসুদপুরে ২য় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনকারী ইসমাইল গ্রেপ্তার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনকারীর অভিযোগে ইসমাইল হোসাইনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রয়ারী) সকালে তাকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগেরদিন রাতে মুকসুদপুর থানার এস আই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা শিকার করেছে বলে মুকসুদপুর থানার ওসি নিশ্চিত করেছেন।

ধর্ষনকারী ইসমাইল হোসেন বাঁশবাড়িয়া পরিজান বেগন বেগম মহিলা কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক। সে গোপালগঞ্জ সদর থানার চন্দ্রদিঘলীয়া গ্রামের এসএম ইয়ার আলী শিকদারের ছেলে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, পরিজান বেগম মহিলা কওমী মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী ১০ বছরের শিশু ধর্ষিত হয়েছে। তাৎক্ষনিকভাবে আমরা মাদ্রাসার ৪ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করি। পরে ভিকটিমের দেয়া তথ্য ও জিজ্ঞাসাবাদে মাদ্রাসার প্রধান শিক্ষক স্বীকার করেছে।

পরে তাকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য বুধবার (৭ ফেব্রুয়ারী ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া পরিজান বেগম মহিলা কওমী মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী নুরানী আক্তার (১০) ধর্ষণের শিকার হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com