শনিবার, ২৭ Jul ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার নিবন্ধন পাওয়ায় আনন্দ উৎসব জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের ব্রোঞ্জের গহনা মুকসুদপুরে সাপের কামড়ে ১জনের মৃত্যু মুকসুদপুরে অনুমতি ছাড়াই চলছে চারকোল, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ মুকসুদপুরের উজানীতে কৃষক মাঠ দিবস পালিত মুকসুদপুরের খান্দারপাড়ায় বিদ্যুৎ স্পর্শে নিহত ১ মুকসুদপুরে চরম বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন অতিষ্ঠ গাছে কথা বলছে গুজবে ভাসছে মুকসুদপুর, কেটে ফেলা হলো সেই গাছ মুকসুদপুরে সিসিডিবি’র কৃষি উপকরণ ও চেক সহায়তা পেলেন ১২০ সদস্য মুকসুদপুরে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিখোঁজের ১৩ দিনেও খোঁজ মেলেনি ভ্যান চালক আকাশের

নিখোঁজের ১৩ দিনেও খোঁজ মেলেনি ভ্যান চালক আকাশের

বাদশাহ মিয়াঃ

নিখোঁজের ১৩ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ভ্যান চালক আকাশ মাতুব্বরের (১৭) এখনও খোঁজ মেলেনি। এ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তার পরিবার। নিখোঁজ আকাশ মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশোরদী ইউনিয়নের দামদরদী গ্রামের সাহালম মাতুব্বরের পুত্র।

এ নিয়ে আকাশ মাতুব্বরের বাবা সাহালম মাতুব্বর গত ৯ ফেব্রুয়ারী নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আকাশের বাবা সাহালম মাতুব্বর বলেন, গত ৬ ফেব্রুয়ারী সকালে বাড়ি থেকে ভ্যান গাড়ী চালানোর উদ্দেশ্যে বাহির হয়ে যায়, এরপর আর ফিরে আসে নাই। অনেক খুঁজাখুঁজি করে পরদিন সকালে পাশ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খালিসাকান্দি কবরস্থানের সাথে বাগানে আমার ছেলের ভ্যান এবং পায়ের একটি জুতা পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার ছেলেকে পাইনি।
তিনি আরও বলেন, ১৩ দিন পার হয়ে গেছে। ছেলে কোথায় আছে, কেমন আছে, কোনো কিছুই জানি না।

নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com