মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

অনলাইনে তাবিজ বিক্রি করছেন মীরাক্কেলের জামিল

অনলাইনে তাবিজ বিক্রি করছেন মীরাক্কেলের জামিল

বিনোদন ডেস্ক:

মীরাক্কেল খ্যাত অভিনেতা জামিল হোসেন। দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি এই অভিনেতা অনলাইনে তাবিজ বিক্রি শুরু করেছেন। অনলাইনের পাশাপাশি হাটে বাজারে তাবিজ বিক্রি করছেন তিনি। জমিয়ে নিয়েছেন জমজমাট ব্যবসা। তবে এটা বাস্তবে নয়, নাটকে।

সম্প্রতি অনলাইনে তাবিজ বিক্রি নিয়ে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘আমার তাবিজ ডটকম’। দ্য নিউজ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ভিন্নধারায় এই নাটকটি রচনা করেছেন মুস্তাফিজুর রহমান নাহিদ। পরিচালনায় রয়েছেন এস এম মনির।

সম্প্রতি পুবাইলের বিলবিলাতে নাটকটির দৃশ্যধারণ করা হয়।

এ প্রসঙ্গে জামিল হোসেন বলেন, আমি সব সময় ভালো গল্পের অপেক্ষায় থাকি, পাশাপাশি নতুন কিছু খুঁজি। ‘আমার তাজিব ডটকম’ সে রকম একটি নাটক। গল্পে শুধু কমেডি দেখা যাবে এমন নয়। শেষে খুব শিক্ষণীয় একটি বার্তা রয়েছে। আমার বিশ্বাস দর্শক নাটকটি পছন্দ করবেন।
নাটকটিতে জামিল ছাড়া আরও অভিনয় করেছেন, মুনমুন আহমেদ মুন, আলিফ চৌধুরী, সাবিনা মীম, আর কে শামীম, আসমা শিউলী, খায়রুল আলম, আফতারুল হাসার পলাশ, নিঝুমসহ আরও অনেকে।

নাটকটির চিত্রগ্রাহক সাইদুল ইসলাম এবং সম্পাদনা করেছেন শরিফুল ইসলাম ফাহাদ।

৩০ অক্টোবর দ্য ড্রামা চ্যানেলে নাটকটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
জানতে চাইলে পরিচালক এসএম মনির বলেন, নাটকের গল্পটি অনেক সুন্দর। আমি সর্বোচ্চ পরিশ্রম করেছি। এর সঙ্গে যারা ছিলেন সবাই তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। দশর্ক নাটকটি ভালোভাবে গ্রহণ করলে আমাদেরও ভালো লাগবে। একই ধরনের মন্তব্য করেন নাট্যকার মুস্তাফিজুর রহমান নাহিদ। তিনি বলেন ‘ প্রতিটি লেখায় একটি বার্তা দেয়ার চেষ্টা করি এখানেও সে চেষ্টা ছিলো। দৃশ্য ধারণ করার সময় বৃষ্টি খুব ভুগিয়েছে।

এরমধ্যে দিয়ে সবাই অনেক কষ্ট করে কাজ শেষ করেছেন। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com