বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
৫ মাস বেতন না পেয়ে কষ্টে কাশিয়ানীর ৩৭ স্বাস্থ্যকর্মী কোটালিপাড়ায় দীর্ঘদিন বিদ্যালয়ে না গিয়েই স্মৃতি রানী নিচ্ছেন বেতন থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা কপ২৯-এ জলবায়ু ন্যায়বিচার এবং প্রাক-২০৩০ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের আহ্বান সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ ফরিদপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ মাদক না ব্যাংক ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার মুকসুদপুরের দিগনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর
বিপিএলের নিলাম ২৫শে অক্টোবর

বিপিএলের নিলাম ২৫শে অক্টোবর

স্পোর্টস রিপোর্টার: আগামী ৪ অথবা ৫ই জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ৬ষ্ঠ আসর মাঠে গড়াতে পারে বলে জানিয়েছে গভর্নিং কাউন্সিল। কিন্তু আগাম ঘোষিত এ সময় ঠিক থাকবে কিনা তা নির্ভর করছে জাতীয় নির্বাচনের উপর। তবে এই আসরে ক্রিকেটার নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৫শে অক্টোবর। গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্যাঞ্চাইজিদের সভা শেষে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাঈল হায়দার মল্লিক বলেন, ‘আমরা আগামী বিপিএল শুরুর দিন ঠিক করেছি ৫ই জানুয়ারি। তবে একদিন এগিয়ে আনতে পারি।
যদি জাতীয় নির্বাচন আগে হয়ে যায় তাহলে একদিন আগে করার চিন্তা আছে। তবে এখন পর্যন্ত সবগুলো ফ্র্যাঞ্চাইজি ৫ই জানুয়ারি আয়োজনেই প্রস্তুত আছে। তবে তার আগে ২৫শে অক্টোবর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে।’ এ বছর অক্টোবরেই ৬ষ্ঠ আসর মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা পিছিয়ে দেয়া হয়। কারণ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনেকেই এ নির্বাচনে অংশ নিবেন। এছাড়াও সেই সময় দেশের পরিস্থিতি ও নিরাপত্তার কথাও ভাবা হয়েছে।

অন্যদিকে এবার বিপিএলে পাঁচ বিদেশির পরিবর্তে চার বিদেশিই খেলানো হবে। এছাড়াও আগের আসরে দলে থাকা চার ক্রিকেটারকে রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। তবে গেল আসরের রেজিস্ট্রেশন করা সব বিদেশি ক্রিকেটারকেই এবার কিনতে হবে নিলাম থেকে। তবে চাইলে যেসব ক্রিকেটার বিপিএলে আগে রেজিস্ট্রেশন করেনি এমন দু’জন ক্রিকেটারকে নিতে পারবে দলগুলো। তবে এ নতুন নিয়মের কারণ হিসেবে তিনি বলেন, ‘দেখেন বিপিএলের রেজিস্ট্রেশনের বাইরে অনেক ভালো বিদেশি ক্রিকেটার রয়ে গেছে। যাদের মধ্য থেকে দলগুলো চাইলে আগে থেকেই নিলাম ছাড়াও দু’জনকে দলে রেজিস্ট্রেশন করাতে পারবে। কারণ এবার বিপিএল যে সময় হচ্ছে সেখানে ড্রাফটে থাকা অনেক ক্রিকেটারকে পাওয়া যাবে না। সেকারণে দলগুলোর প্রয়োজন আছে ভালো ক্রিকেটার নেয়ার। সে কারণেই নিয়ম করা হয়েছে।’

ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল
বিপিএলে চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা কিছুদিন আগেই মারা গেছেন। তখন থেকেই জল্পনা-কল্পনা শুরু হয় নতুন চেয়ারম্যান নিয়ে। ধারণা করা হচ্ছিল বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ কিংবা জালাল ইউনুস যে কেউ একজন হতে পারে নয়া চেয়ারম্যান। কিন্তু গতকাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে বিসিবির আরেক পরিচালক শেখ সোহেলের নাম। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ইসমাঈল হায়দার। তিনি বলেন, ‘এখন থেকে শেখ সোহেল ভাই বিপিএলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’

বিপিএলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
২০১৮ জানুয়ারি ৪ বা ৫ তারিখ মাঠে গড়াবে বিপিএলের ৬ষ্ঠ আসর।
চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলো।
বিপিএলে রেজিস্ট্রেশন হয়নি এমন দুজন ক্রিকেটারকে দলে নিলামের বাইরে থেকে নিতে পারবে দলগুলো।
আগের রেজিস্ট্রেশন হওয়া ক্রিকেটারদের নিলামের মাধ্যমেই কিনতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com