রবিবার, ১৩ Jul ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে থানা মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি নিখোঁজের তিনদিন পর নৈশ প্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার গণমাধ্যমের খবরে কাটল অনিশ্চয়তা, মেধাবী সুব্রতের পাশে দাঁড়াল ‘প্রভাতের হাসি’ মুকসুদপুরে পরীক্ষায় ফেল করায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা মুকসুদপুরে প্রধান উপদেষ্টার সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান মুকসুদপুর ডাকাতির সময় হাতেনাতে ধরা, জনতার গনধোলাই নারীদের জীবন নিয়ে খেলা যার ‘নেশা’ ফরিদপুরের সালথায় গরু চুরির আতঙ্ক, সর্বস্বান্ত হচ্ছে খামারিরা মুকসুদপুরে “সোনালী অতীত প্রজন্ম ৯০” সংগঠনের কৃতী ছাত্রীদের সম্মাননা প্রদান সংবাদ প্রকাশের পরই সাড়া, শুরু হয়েছে মুকসুদপুর পৌর সড়কের সংস্কার কাজ
টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ

টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক: টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার রাতে প্যারিসে জমকালো ব্যালন ডিঅ’র অনুষ্ঠানে মার্টিনেজের হাতে তুলে দেওয়া হয় সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘ইয়াশিন ট্রফি।

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেখিয়ে ছিলেন অসাধারণ বীরত্ব। ছয় ম্যাচের পাঁচটিতেই জালে বল জড়াতে দেননি। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পেছনেও রেখেছিলেন বড় অবদান। এরই স্বীকৃতি হিসেবে পেলেন এবারের এই বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।

বিজয়ীর নাম ঘোষণা করতে মঞ্চে উঠেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। এবারও বর্ষসেরা গোলকিপার তারই জাতীয় দল সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। অ্যাস্টন ভিলা তারকা মঞ্চে ওঠার পর বেজে ওঠে ওয়েস্টার্ন আবহসঙ্গীত।

সোভিয়েত ইউনিয়নের সাবেক গোলরক্ষক লেভ ইয়াশিনের নামে ২০১৯ সাল থেকে বর্ষসেরা গোলরক্ষককে ইয়াশিন ট্রফি দিচ্ছে ফ্রান্স ফুটবল। প্রথম ফুটবলার হিসেবে দুইবার এই পুরস্কার জিতলেন মার্টিনেজ।

পুরস্কার জেতার পর মার্টিনেজ বলেন, এটা আমার জন্য অনেক বড় পুরস্কার। সব সময়ই আমি জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলার স্বপ্ন দেখে এসেছি। এতো কম বয়সে ইংল্যান্ডে আসা, অ্যাস্টন ভিলা ও জাতীয় দলে খেলা। এটা একবার জেতাই অনেক সম্মানের, সেখানে পরপর দুইবার জিততে পারা! আমার বিশ্বাসই হচ্ছে না।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com