রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেস্ক: বেতন গ্রেড বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে শুক্রবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোস্তফা ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আদনান হাবীব এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান এক যুক্ত বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, মানববন্ধনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য ৫ দফা দাবি সরকারের নিকট তুলে ধরা হবে। আগামী শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল তৃতীয় কর্মচারীদের আহবান জানানো হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের দাবীগুলোর মধ্যে রয়েছে- ১. তৃতীয় শ্রেণি কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করা এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।
২. পদের নাম পরিবর্তন করে অফিস সুপার/প্রসাশনিক কর্মকর্তা/হিসাবরক্ষণ কর্মর্কতা পদ সৃষ্টি করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং-এর দ্রুত ব্যবস্থা করতে হবে।
৩. শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারিদের একজন সদস্য রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।