মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

গোপালগঞ্জ-১ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গোপালগঞ্জ-১ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাদশাহ মিয়াঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ (মুকসুদপুর – কাশিয়ানী) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন জমাদানের  শেষ দিন পর্যন্ত বিভিন্ন দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬ জন প্রার্থী মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার এস এম ইমাম রাজী টুলু এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ কাবির মিয়া।

জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সহিদুল ইসলাম মোল্যা।

এনপিপি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ মোঃ আব্দুল্লাহ।

জাকের পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেলোয়ার হোসেন।

তৃনমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহিদুল ইসলাম।

এছাড়াও ইসলামী ঐক্যজোট এর প্রার্থী হিসেবে কাজী নাজমুল মনোনয়ন পত্র সংগ্রহ করেলেও জমা দেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com