বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
বাদশাহ মিয়াঃ
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে, উপজেলা বিজয় সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মিরাজ হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা মৎস্য অফিসার মোঃ খায়রুল ইসলাম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহরিয়ার কবির বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার, উজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ। অনুষ্ঠানে তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়।