বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কোটালীপাড়া হাসপাতালের পেছনে নবজাতকের মরদেহ খুঁজে পেল কুকুর! মুকসুদপুরে আ’লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিয়ে সুজন টিকাদারের সংবাদ সম্মেলন মুকসুদপুরে জমি-সংক্রান্ত বিরোধে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু মুকসুদপুরে ‘ঘুষ’ না দিলে বন্দোবস্ত বাতিলের হুমকি ভূমি কর্মকর্তা রিমন বিশ্বাসের বিরুদ্ধে মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া ঢাকায় গ্রেপ্তার মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নসিমনের চালক নিহত মুকসুদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩ জন বহিষ্কার কোটালীপাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা মুকসুদপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা
মুকসুদপুরের ভাবড়াশুরে সরকারি রাস্তার পাশের বটগাছ কেটে নেওয়ার অভিযোগ

মুকসুদপুরের ভাবড়াশুরে সরকারি রাস্তার পাশের বটগাছ কেটে নেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর বাজারের রাস্তার পাশের বটগাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ভাবড়াশুর গ্রামবাসীর পক্ষে আমজাদ হোসেন বাদী হয়ে মুকসুদপুর সহকারী কমিশনার (ভূমি) এর নিকট অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভাবড়াশুর নতুন বাজারস্থ জাহাঙ্গীর শেখের চায়ের দোকানের উল্টা দিকে সরকারি রাস্তার দক্ষিণ পাশ ঘেঁষে বিশালাকৃতির একটি বটগাছ ছিলো। যেটা বাজারের সৌন্দর্যবর্ধন সহ ছায়া দিতো। প্রচণ্ড গরমে যার নিচে বসে শীতল হতো গ্রামবাসী। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থির সুযোগ নিয়ে একই গ্রামের অসীম দেওয়ান এবং তার ভাই সাজ্জাদ দেওয়ান ও ইয়াকুব দেওয়ান সর্ব পিতা- মৃত, ইয়ার আলী দেওয়ান গত ৫ আগষ্ট রাতের অন্ধকারে বটগাছটির সমস্ত ডাল মুড়িয়ে কেটে ফেলে। পরের দিন গ্রামবাসী এ ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করলে গাছের গোড়া থেকে কেটে ফেলবে বলে ঘোষণা দেয় এবং কেউ বাঁধা দিতে আসলে তাদের দেখে নিবে বলেও হুমকি দেয় তারা। এরই ধারাবাহীকতায় গত ১০ অক্টোবর প্রকাশ্য দিবালকে গাছটি গোড়া থেকে কেটে ফেলে তারা। এসময় গ্রামবাসী বাঁধা দিতে গেলে তাদের উপর তেড়ে আসে অসীম দেওয়ান গং। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাদের সাথে বাকবিণ্ডায় জড়ায়নি গ্রামবাসী।

এমন নেক্কার জনক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং পরিবেশ বিরোধী ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান এলাকাবাসী।

এ ব্যাপারে অভিযুক্ত অসিম দেওয়ান বলেন, আমার জায়গার গাছ আমি কেটেছি। এখানে আমার ঘর তুলার প্রয়োজনে গাছটি কেটেছি। এটাযে আমার জায়গার গাছ, এলাকাবাসী সবাই জানে।

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর বলেন,  ইউনিয়ন ভুমি অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি তদন্তপুর্বক ব্যাবস্থা নিবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com