বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এয়াড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনকারী জাতিসংঘের প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিষিদ্ধ করে ইসরায়েলের পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়েছে।
গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও ইসরায়েলের ওই আইন এখনই কার্যকর হবে না, তারপরও ত্রাণ কার্যক্রম বিঘ্নিত হলে গাজায় মানবিক সংকট আরও প্রকট হয়ে উঠবে।